বাংলাদেশের খবর

আপডেট : ০৩ August ২০১৮

সায়দাবদে বাস ধর্মঘট

সায়েদাবাদে শ্রমিকদের ধর্মঘট, বাস চলাচল বন্ধ সংরক্ষিত ছবি


সায়েদাবাদে শ্রমিকদের ধর্মঘট, বাস চলাচল বন্ধসড়কে পরিবহন ভাঙচুর, শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদ ও তাদের নিরাপত্তার দাবিতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করে ধর্মঘট করছে পরিবহন শ্রমিকরা। এসময় টার্মিনাল থেকে কোনও পরিবহন ছাড়েনি।

শুক্রবার সকাল থেকে শ্রমিকরা এ আন্দোলন শুরু করে। সকাল সাড়ে ৯টার পর থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করেন। ফলে এই টার্মিনাল থেকে আন্তঃনগর সিটি সার্ভিস ও দূরপাল্লার কোনও পরিবহন ছাড়েনি। ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, সরকার যতক্ষণ পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা কাজে যোগ দেবে না। গত কয়েক দিনে তাদের অনেক গাড়ি ভাঙা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। লাইসেন্স দেখার কথা পুলিশের, অথচ দেখছে ছাত্ররা। এতে তারা নিরাপত্তাহীনতায় পড়েছেন। তাই সরকারের প্রতি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

এদিকে শ্রমিকদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন সায়েদাবাদ বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ। তিনি শ্রমিকদের উদ্দ্যেশে বলেন, আপনারা আন্দোলন প্রত্যাহার করুন। বিষয়টি নিয়ে আমরা উচ্চ পর্যায়ে কথা বলার আশ্বাস দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১