আপডেট : ০১ August ২০১৮
পবিত্র ভূমি সৌদি আরব। রসুলের (সা.) দেশ। পবিত্র এ দেশে রয়েছে পবিত্র সব নিদর্শন। আত্মার খোরাক জোগানো ও আধ্যাত্মিক তৃপ্তি জাগানিয়া নিদর্শন। পবিত্র হজ পালন উপলক্ষে দীর্ঘ সময় এ দেশে অবস্থান করার সুযোগ হলে পবিত্র নগরীর নিদর্শনগুলো দেখা উচিত এবং এসব নিদর্শন দেখে দেখে রসুলের (সা.) ভালোবাসায় সিক্ত হওয়া উচিত। নিম্নে পবিত্র নগরীর পবিত্র কিছু দর্শনীয় নিদর্শনের তালিকা প্রদান করা হলো— ১. কাবা শরিফ। ২. রসুলুল্লাহ (সা.)-এর রওজা মোবারক। ৩. মিজাবে রহমত। ৪. জমজম কূপ। ৫. মসজিদ আল কিবলাতাইন। ৬. আরাফার ময়দান। ৭. মিনা। ৮. হাতিম। ৯. মুজদালিফা। ১০. মাকামে ইবরাহিম। ১১. ওহুদ প্রান্তর। ১২. হেরা গুহা। ১৩. হাজরে আসওয়াদ। ১৪. সাফা পাহাড়। ১৫. মারওয়া পাহাড়। ১৬. মাসয়া। ১৭. রুকনে ইয়ামানি। ১৮. মুলতাজাম। ১৯. মাতাফ। ২০. সাওর পাহাড়। ২১. আবু কুবাইস পাহাড়। ২২. মসজিদুল হারাম। ২৩. মসজিদে মিকাত। ২৪. মসজিদে কুবা। ২৫. নবীজী (সা.)-এর বাড়ি। ২৬. জান্নাতুল মুয়াল্লা। ২৭. রওজায়ে জান্নাত। ২৮. উস্তুওয়ানা হান্নানা (সুবাস স্তম্ভ)। ২৯. উস্তুওয়ানা সারির। ৩০. উস্তুওয়ানা উফুদ। ৩১. মসজিদে জুমুয়া। ৩২. উস্তুওয়ানা আয়েশা (আয়েশা স্তম্ভ)। ৩৩. উস্তুওয়ানা আবু লুবাবা (তওবা স্তম্ভ)। ৩৪. উস্তুওয়ানা জিবরাইল (আ.)। ৩৫. মিহরাবে নববি। ৩৬. মসজিদে গামামাহ। ৩৭. মসজিদে আবু বকর (রা.)। ৩৮. রিয়াজুল জান্নাত। এ ছাড়া আরো বহু দর্শনীয় নিদর্শন রয়েছে পবিত্র এ নগরীতে। সময় ও সুযোগ মতো এসব দেখা উচিত। লেখক : সাংবাদিক
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১