বাংলাদেশের খবর

আপডেট : ০১ August ২০১৮

জমজমের পানি পানের ফজিলত ও আদব

এই পানি কেবলামুখী হয়ে তিন নিঃশ্বাসে পান করতে হয় সংরক্ষিত ছবি


আশ্রাফুল আলম চৌধুরী হায়দার

জমজমের পানি— পৃথিবীর বুকে সবচেয়ে পবিত্রতম পানি। সর্বোত্তম পানি। রসুল (সা.) জমজমের পানি পান করেছেন ও বলেছেন, এটা মুবারক পানি, এটা ক্ষুধা নিবারক খাদ্য ও রোগের শেফা। (বুখারি)

এই পানি কেবলামুখী হয়ে তিন নিঃশ্বাসে পান করতে হয়। পান করার শুরুতে আল্লাহর নাম স্মরণ করতে হয়। পেট ভরে পান করতে হয়। পান করা শেষ হলে আল্লাহর প্রশংসা করতে হয়। হজরত ইবনে আব্বাস (রা.) জমজমের পানি পানের আগে এই দোয়া পড়তেন— হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, বিস্তৃত সম্পদ ও সব রোগ থেকে শেফা কামনা করছি।’ পানি পান করার পর মাথায়ও কিছু পানি ঢালবেন। কেননা রসুলুল্লাহ (সা.) এমনটা করতেন।

লেখক : আইনজীবী ও সমাজসেবক


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১