বাংলাদেশের খবর

আপডেট : ০১ August ২০১৮

হজযাত্রা

বাংলাদেশ টু সৌদি আরব : কী করণীয়-বর্জনীয়

মক্কায় পৌঁছার পর মুয়াল্লিম অফিস থেকে দেওয়া বেল্ট সবসময় সঙ্গে রাখবেন সংরক্ষিত ছবি


সৈয়দ ফয়জুল আল আমীন

বাংলাদেশ পর্ব

হজ ক্যাম্পে করণীয় : বাংলাদেশ থেকে দুভাবে (সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায়) হজের সফর করা যায়। হজের সার্বিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর হজ অফিসের অনুমতিপত্রে উল্লেখিত তারিখে সময়মতো হজ ক্যাম্পে গিয়ে রিপোর্ট করতে হবে। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা এজেন্সির পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। হজ ক্যাম্পে রিপোর্ট করার সময় হাজিরা সঙ্গে করে অবশ্যই অনুমতিপত্র, ব্যাংকে টাকা জমা দেওয়ার ডুপ্লিকেট রসিদসমূহ, মেডিকেল সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট এজেন্সির পরামর্শ অনুযায়ী সঙ্গে আনতে হবে। হজ ক্যাম্প ডরমিটরিতে শুধু হজযাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। তাই আত্মীয়স্বজন সঙ্গে আনা উচিত নয়। হজ ক্যাম্পে পান খাওয়া বা ধূমপান নিষিদ্ধ। প্রয়োজনীয় খাবার সরবরাহের জন্য রয়েছে ৩টি ক্যান্টিন, যা খোলা থাকে রাত-দিন ২৪ ঘণ্টা। টিকেট, পিলগ্রিম পাস, বৈদেশিক মুদ্রা ও অন্যান্য কাগজপত্র যত্নের সঙ্গে সংরক্ষণ করবেন। কারণ এগুলো হারিয়ে গেলে হজে যাওয়া সম্ভব হবে না। মালামাল বহনের জন্য যে লাগেজ বহন করবেন তার গায়ে নাম, পিলগ্রিম পাস নং ও ঠিকানা লিখে নেবেন। হজ অফিসের নির্দেশনা মোতাবেক হজ ফ্লাইটের সময় হলে নির্দিষ্ট বাহনে চড়ে বিমানবন্দরে প্রবেশ করুন। আপনার গন্তব্য ঢাকা থেকে মক্কায় নাকি মদিনায়, তা জেনে নিন। মদিনায় হলে হজ ক্যাম্প থেকে ইহরাম বাঁধতে হবে না। যখন মদিনা থেকে মক্কায় যাবেন, তখন ইহরাম বাঁধতে হবে। গন্তব্য যদি সরাসরি মক্কা হয়, তাহলে ঢাকা থেকে বিমানে ওঠার আগে ইহরাম বাঁধা ভালো।

বিমানবন্দরে করণীয় : নির্দিষ্ট সময়ে বিমানবন্দরে পৌঁছুবেন। বিমানের কাউন্টারে লাগেজ রাখার পর টোকেন বুঝে নিয়ে তা সংরক্ষণ করবেন। এ ছাড়া পরিচয়পত্র, বিমানের টিকেট, টিকা দেওয়ার কার্ড ও টাকাসহ অতি প্রয়োজনীয় জিনিসপত্র গলায় ঝোলানোর ব্যাগে সংরক্ষণ করবেন। সময়মতো বিমানে উঠে নির্ধারিত আসনে বসে সফরের দোয়া পাঠ করবেন|

সৌদি আরব পর্ব

জেদ্দা বিমানবন্দরে : জেদ্দা বিমানবন্দরে নামার পর বিশ্রাম কক্ষে গিয়ে অপেক্ষা করুন। এরপর বহির্গমন বিভাগে গিয়ে পিলগ্রিম পাসে সিলমোহর লাগাতে হবে। এখানে সবকিছু লাইন বেঁধে করতে হবে। পিলগ্রিম পাসে সিল লাগানো সম্পন্ন হওয়ার পর ব্যাগ সংগ্রহ করুন। ব্যাগ মেশিনে স্ক্যান করিয়ে মূল বিল্ডিং থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার গেটেই ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ ব্যাগ নিয়ে নেবে, যা জায়গামতো পেয়ে যাবেন। একটু সামনে এগোলে কিছু অফিসার দেখতে পাবেন। তারা আপনার পিলগ্রিম পাসে বাসের টিকেট লাগিয়ে দেবে। বাংলাদেশের পতাকা টানানো জায়গায় গিয়ে পাসপোর্টে মুয়াল্লিমের স্টিকার লাগাবেন। এরপর বাসে ওঠার জন্য লাইনে দাঁড়াবেন। আপনার মাল-সামানা গাড়িতে ওঠানো হলো কি-না, সে ব্যাপারে নিশ্চিত হতে হবে। বাসে ওঠার পর ড্রাইভার হজযাত্রীদের পিলগ্রিম পাস (পাসপোর্ট) নিয়ে নেবেন এবং মক্কায় পৌঁছে হজ কন্ট্রাক্টরের কাছে হস্তান্তর করবেন।

মক্কা ও মদিনায় : বাস থেকে নেমে প্রথমেই নিজের মালপত্র সংগ্রহ করুন এবং সরকার অথবা এজেন্সির ভাড়া-করা বাসায় আপনার জন্য নির্দিষ্ট কক্ষে উঠুন। প্রথমে মক্কায় এসে থাকলে গোসল করে খাওয়া-দাওয়া সেরে সামান্য বিশ্রাম নিয়ে ওমরা আদায়ের প্রস্তুতি নিন। আপনার ফ্ল্যাটে অথবা আপনার নাগালের মধ্যে কোনো আলেম আছেন কি-না তা জেনে নিন। আলেম না পেলে হজ ওমরা বিষয়ে যাকে বেশি জ্ঞানসম্পন্ন মনে হবে, তার নেতৃত্বে ওমরা করার উদ্দেশ্যে রওনা হবেন। যাওয়ার পথে কিছু জিনিসকে আলামত হিসেবে নির্ধারণ করবেন, যাতে হারিয়ে গেলে সহজেই আপনার বাসা খুঁজে বের করতে পারেন।

মক্কায় পৌঁছার পর মুয়াল্লিম অফিস থেকে দেওয়া বেল্ট সবসময় সঙ্গে রাখবেন। এ বেল্টে মুয়াল্লিম অফিসের নম্বর লেখা আছে, যা আপনি হারিয়ে গেলে কাজে লাগবে। বাইরে যাওয়ার সময় সঙ্গে বেশি টাকা পয়সা রাখবেন না। সবসময় দলবদ্ধ হয়ে চলার চেষ্টা করবেন। একা কখনো ঘরের বাইরে যাবেন না, যতক্ষণ না আপনার বাসার অবস্থান ভালোভাবে আয়ত্ত করতে পারেন। রোদের মধ্যে বাইরে বেশি ঘোরাফেরা করবেন না। প্রচুর ফলের রস ও পানি পান করবেন। প্রয়োজনে লবণ মিশিয়ে পান করবেন। শারীরিক অসুস্থতা অনুভব করলে বাংলাদেশ হজ মিশনের ডাক্তার অথবা সৌদি সরকার কর্তৃক স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলোতে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও ওষুধ সংগ্রহ করবেন। এ ব্যাপারে কোনো অলসতা করা উচিত হবে না। কেননা অসুস্থ শরীরে হজের কার্যক্রম সম্পন্ন করা খুবই কঠিন। হজ এজেন্সি বা মুয়াল্লিমের সঙ্গে কোনো সমস্যা দেখা দিলে আলোচনার মাধ্যমে ঠান্ডা মাথায় সমাধানের চেষ্টা করবেন। প্রয়োজনে বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সাহায্যও নিতে পারেন।

লেখক : কন্ট্রিবিউটর, পথ ও পাথেয়

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১