বাংলাদেশের খবর

আপডেট : ০১ August ২০১৮

আমড়া হতে পারে অন্যতম অর্থকরি ফসল

ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার সংরক্ষিত ছবি


ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার

 সব অঞ্চলেই আমড়া চাষ করা যায়। তবে বরিশাল অঞ্চল আমড়া চাষের জন্য বিখ্যাত। আমড়া চাষের জন্য দক্ষিণাঞ্চলের মাটি ও জলবায়ু বেশ উপযোগী। আমড়ার ফলনও এ অঞ্চলে বেশি হয়। আমড়া চাষে লাভ বেশি- কারণ এখানে আমড়ার বাগান করা সহজ। তেমন কোনো রোগ-পোকার আক্রমণ হয় না। উৎপাদন খরচ কম পড়ে। অন্য যেকোনো ফলের চেয়ে আমড়া বেশি সময় সংরক্ষণ করা যায়। তাই কৃষকরা আমড়া চাষ করে অতি সহজেই হতে পারেন স্বাবলম্বী। রাজধানী ঢাকাসহ দেশের সব জায়গায় এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বরিশালের আমড়ার চাহিদা ব্যাপক। দেশের অন্য এলাকাগুলোতেও আমড়া চাষ করা যাবে। এতে দেশের পুষ্টির চাহিদা পূরণে রাখতে পারে বিরাট ভূমিকা।

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট,  লেবুখালী, দুমকি, পটুয়াখালী


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১