বাংলাদেশের খবর

আপডেট : ০১ August ২০১৮

৩০ হাজার টাকা বেতন চান পরিবহন শ্রমিকরা

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ লোগো সংরক্ষিত ছবি


পরিবহন শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ ১২ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। জাতীয় প্রেস ক্লাবে গতকাল মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত এ সংগঠন। সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক এ জামান। তিনি বলেন, আমাদের ১২ দফা দাবি নিয়ে পরিবহন মালিকদের সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেছি। কিন্তু তারা এসব দাবি মানতে নারাজ। এ কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি জানানো হচ্ছে। এসব দাবি আগামী ৩১ আগস্টের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে বাস্তবায়ন না করা হলে আগামী ৩ সেপ্টেম্বর পরিবহন শ্রমিক সমাবেশ করা হবে। এরপর প্রয়োজনে মিছিল সহকারে শ্রম অধিদফতরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১