বাংলাদেশের খবর

আপডেট : ০১ August ২০১৮

কামরানের বাসায় আরিফ

কামরানের বাসায় আরিফ সংগৃহীত ছবি


নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

অমীমাংসিত রয়েছে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদের ফলাফল। এ অবস্থায় কুশল বিনিময়ের জন্য ভোটের ফলাফলে এগিয়ে থাকা আরিফুল হক চৌধুরী সপরিবারে নিকটতম প্রতিদ্বন্দ্বী বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় গেলেন। কামরানের ছড়ারপাড়ের বাসায় গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে যান আরিফ। সঙ্গে ছিলেন স্ত্রী শ্যামা হক ও মেয়ে আসফা হক চৌধুরী নাইফা। কামরানের বাসায় প্রায় আধাঘণ্টা অবস্থান করেন আরিফুল পরিবার। এ আধা ঘণ্টার মধ্যে কামরানের শয়নকক্ষে একান্তে কথাও বলেন তারা দুজন। বের হয়ে যাওয়ার পথে কোলাকুলি করেন দুই প্রতিদ্বন্দ্বী। তখন দু’জনকেই বেশ হাসিখুশি দেখাচ্ছিল। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে তা জানা যায়নি।

আরিফুল হক চৌধুরী বলেন, ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও কামরান আমার বড় ভাই। তার সঙ্গে দেখা করতে বাসায় গিয়েছিলাম। কামরান দীর্ঘদিন নগরপিতা ছিলেন। সব ভেদাভেদ ভুলে একটি পরিকল্পিত সিলেট গড়তে এক সঙ্গে কাজ করতে চাই।

বদরউদ্দিন আহমদ কামরান বলেন, সিলেটে রাজনৈতিক একটা সম্প্রীতি রয়েছে। আরিফুল আমার বাসায় এসেছিলেন। তার সঙ্গে কথা হয়েছে, কুশল বিনিময় হয়েছে।

সিসিক নির্বাচনে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে আঞ্চলিক নির্বাচন অফিস। ১৩২টি কেন্দ্রে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯০ হাজার ৮৯৬ ভোট। অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। ভোটে কামরানের চেয়ে এগিয়ে থাকলেও ব্যবধানের চেয়ে গোলযোগে স্থগিত দুই কেন্দ্রের ভোট বেশি হওয়ায় চূড়ান্ত ফলের জন্য আরো অপেক্ষায় থাকতে হচ্ছে আরিফুলকে। স্থগিত হওয়া দুই কেন্দ্রের ভোটার সংখ্যা ৪ হাজার ৭৮৭। কামরানের চেয়ে ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে আছেন আরিফ। সেই হিসেবে স্থগিত দুই কেন্দ্রে ১৬১ ভোট পেলেই নগরপিতা হবেন আরিফুল হক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১