বাংলাদেশের খবর

আপডেট : ০১ August ২০১৮

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন

সমাবর্তন অনুষ্ঠান সংরক্ষিত ছবি


প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে ৫ হাজার ৮৫৬ জনকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সনদ দেওয়া হয়েছে। গত সোমবার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে সনদ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এবং সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন কানাডিয়ান কমিশনার বেনওয়া প্রেফন্টেন। সমাবর্তনে আরো বক্তব্য দেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এমএ খালেক, ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী। সমাবর্তনে ছয়জন গ্র্যাজুয়েটকে চ্যান্সেলর, চারজন গ্র্যাজুয়েটকে চেয়ারম্যান এবং পাঁচজন গ্র্যাজুয়েটকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়। বিজ্ঞপ্তি


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১