আপডেট : ০১ August ২০১৮
রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলায় বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে আজ বুধবার চতুর্থ দিনেও রাস্তায় নেমে বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এদিকে ঢাকায় রাস্তায় গণপরিবহন কম থাকায় দুর্ভোগের মুখে পড়েছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, বাস মালিকের ইচ্ছে করেই পথে পরিবহন নামাচ্ছে না। আজ সকাল ১০টার দিকে রাজধানীর উত্তরার হাউজবিল্ডিং সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল। ফার্মগেট এলাকায় সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা রাজপথে অবস্থান নিয়েছে। মোহাম্মদপুরে শিক্ষার্থীরাও সকালে মিছিল বের করেছে। সকাল ৭টার দিকে কাঁচপুর সড়কেও মিছিল-অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় তারা বেশ কয়েকটি বাসও ভাঙচুর করে। গত রোববার বিমানবন্দর সড়কের কুর্মিটোলা এলাকায় জাবালে নূর পরিবহনের একটি বাস ফুটপাথে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম নিহত হন। এর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভের মাঝে আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করার ঘোষণা দিয়েছে সরকার। গত সোমবার রাতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১