আপডেট : ৩১ July ২০১৮
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বিদ্যুৎ খাতে দুইটি প্রকল্পে বাংলাদেশকে ৩৫ কোটি ৭০ লাখ ডলারেরও বেশি প্যাকেজ সহায়তা দেবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশের ‘সবার জন্য বিদ্যুৎ’ লক্ষ্য অর্জনে এ সহায়তা দেওয়া হবে। এ প্যাকেজে রয়েছে এডিবির ৩৫ কোটি ৭০ লাখ ডলার, জাপান ফান্ড ফর দ্য জয়েন্ট ক্রেডিটিং ম্যাকানিজমের (জেএফজেসিএম) ৭০ লাখ ডলার এবং কোরিয়া ই-এশিয়ার অ্যান্ড নলেজ পার্টনারশীপ ফান্ডের (ইএকেপিএফ) ৫ লাখ ডলার। এডিবির সিনিয়র এনার্জি স্পেশালিস্ট এইমিং ঝু বলেন, বাংলাদেশে বিগত দশক থেকে ক্রমাগত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে। এই অগ্রগতি অব্যাহত রাখা এবং তা আরো গতিশীল করতে বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্কে আরো বিনিয়োগ প্রয়োজন। এই প্রকল্পে রয়েছে বরিশাল থেকে ফরিদপুর পর্যন্ত ১২৬ কিলোমিটার (কেএম) ২৩০ কিলোভোল্ট (কেভি) ট্রান্সমিশন লাইন এবং বগুড়া থেকে রংপুর পর্যন্ত ১০৪ কেএম ৪০০ কেভি ট্রান্সমিশন লাইনের উন্নয়ন। এ সঙ্গে সাবস্টেশন, ট্রান্সফর্মার, অ্যাসোসিয়েট এক্সটেনশন ও কানেকশন অন্তর্ভুক্ত থাকবে। ৫৩ কোটি ডলারের এ প্রকল্পে বাংলাদেশ সরকার ১৭ কোটি ৪৫ লাখ ডলার দেবে। ২০২৩ সালের জুনে এ প্রকল্প শেষ হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১