আপডেট : ৩১ July ২০১৮
ভিডিও স্ট্রিমিংয়ের জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে গত বছর চালু হয়েছিল ডার্ক মোড। পরবর্তীকালে ইউটিউবের আইওএস অ্যাপেও ফিচারটি চালু করা হয়। দেরিতে হলেও এবার ইউটিউবের অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য ফিচারটি আসছে। ইতোমধ্যেই ব্যবহারকারীরা এ ফিচারটি পেতে শুরু করেছেন বলে জানিয়েছে অ্যান্ড্রয়েডবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি। রেডিটে প্রকাশিত একাধিক পোস্টের বরাত দিয়ে ওয়েবসাইটটি জানিয়েছে, ফিচারটি স্বয়ংক্রিয়ভাবেই ইউটিউব অ্যাপে যুক্ত হচ্ছে। এরজন্য অ্যাপটি আপডেট করার প্রয়োজন হচ্ছে না। যেসব ব্যবহারকারী ফিচারটি পেয়েছেন তাদের অ্যাপে স্বয়ংক্রিয়ভাবেই এটি চালু হয়েছে এবং একটি পপআপ নোটিফিকেশনের মাধ্যমে ফিচারটির বিষয়ে অবহিত করা ছাড়াও কীভাবে ডার্ক মোড বন্ধ করা যাবে তাও জানানো হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যে সব অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীই ইউটিউবের এ ফিচারটি পেতে পারেন বলেও জানিয়েছে অ্যান্ড্রয়েড অথরিটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১