আপডেট : ৩১ July ২০১৮
নিবাস চন্দ্র মাঝি ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ প্রধানমন্ত্রীর নির্দেশিত প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার পাশাপাশি পুলিশের কার্যক্রম ডিজিটালাইজেশনের আওতায় আনার কাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সব বিভাগকে ডিজিটালাইজড করার উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগ শতভাগ বাস্তবায়নের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত ময়মনসিংহ গড়ার চ্যালেঞ্জ নিয়েই কাজ করে যাচ্ছি। অপরাধমূলক কাজে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি হিসেবে যোগদানের পর ময়মনসিংহকে মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত বিভাগ হিসেবে গড়ে তোলার যে অঙ্গীকার করেছিলাম, তা বাস্তবায়নের পথে। ময়মনসিংহসহ রেঞ্জের অন্য জেলাগুলোতেও সমকালীন অপরাধপ্রবণতা হ্রাস পেয়েছে। মামলা মোকদ্দমার সংখ্যাও অনেক কমেছে। মিথ্যা মামলার চিরচারিত প্রথা ভেঙে দেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে মামলা রুজু হচ্ছে। চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, দাঙ্গা-হাঙ্গামার ঘটনাও তেমন নেই। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছে রেঞ্জ পুলিশ। কমিউনিটি পুলিশের কার্যক্রম গতিশীল হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১