বাংলাদেশের খবর

আপডেট : ৩১ July ২০১৮

নানার মৃত্যুর খবরে উদ্বিগ্ন সিরাতের প্রাণ গেল ট্রেনে কাটা পড়ে

ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করা কাজী সিরাত সংরক্ষিত ছবি


সীতাকুণ্ডের কুমিরায় কাজী সিরাত (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ট্রেনে কাটা পড়ে মারা গেছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিরাত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। তার বাড়ি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যুগ্গাছড়ি।

স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ি থেকে সিরাতের নানার মৃত্যুর খবর আসে। এই সংবাদ পেয়ে তার এক বন্ধুর কাছ থেকে টাকাও ধার করে সিরাত। পরে উদ্বিগ্ন সিরাত বিশ্ববিদ্যালয়ের হল থেকে বেরিয়ে ঢাকা-চট্টগ্রাম রেললাইন ধরে মোবাইলে কথা বলতে বলতে ক্যাম্পাসের মেইন গেটে আসছিল। ট্রেন আসতে দেখে আশপাশের লোকজন সরে যেতে ডাকাডাকি করলেও সিরাত সেদিকে খেয়াল করেনি। এ সময় চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই সিরাত মারা যায়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া জানান, ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যুর খবর শুনে সীতাকুণ্ড ফাঁড়ির এক উপপরিদর্শক ঘটনাস্থলে গিয়েছিলেন। পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১