বাংলাদেশের খবর

আপডেট : ৩১ July ২০১৮

রুল : ২ কোটি টাকা করে কেন নির্দেশনা নয়

দুই পরিবারকে ৫ লাখ করে দেওয়ার নির্দেশ

হাইকোর্ট সংরক্ষিত ছবি


রাজধানীতে বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ বাবদ তাৎক্ষণিক ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের ডিভিশন বেঞ্চ মৌখিকভাবে এ আদেশ দেন। রাজধানীর মিরপুর-আবদুল্লাহপুর রুটে চলাচলকারী জাবালে নূর পরিবহনের মালিককে এ অর্থ এক সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে।

ক্ষতিপূরণের অর্থ নিহতদের পরিবার পেল কি না- তা নিশ্চিত করে পরবর্তী শুনানির দিন ১২ আগস্ট প্রতিবেদন দিতে বলা হয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআরটিএ)। একই সঙ্গে বাসচাপায় আহতদের চিকিৎসার সব ব্যয়ভার বহন করতে ওই পরিবহন মালিক ও বিআরটিএকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নিহত

দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার পুলিশ কমিশনার, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক), বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এবং জাবালে নূর পরিবহন কর্তৃপক্ষকে বিবাদী করা হয়। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে কেন ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না এবং যাত্রী সাধারণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না- এই মর্মে রুল জারি করেন। স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ, বিআরটিসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী কাজল বলেন, ‘মর্মান্তিক দুর্ঘটনা রোধে ট্রাফিক রুলস কঠোরভাবে প্রয়োগের মাধ্যমে অথবা নতুনভাবে আইন প্রণয়ন করে গণপরিবহনের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেপরোয়া গাড়ি চালকদের নিয়ন্ত্রণের নির্দেশ কেন দেওয়া হবে না এবং নিহত শিক্ষার্থীদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।’

ওই দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে খোঁজ-খবর নিতে সংশ্লিষ্ট আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল ফরিদা ইয়াসমিনকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্ঘটনায় জাবালে নূর পরিবহনের দায় নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালককে প্রধান করে আদালত তিন সদস্যের কমিটি করে দিয়েছেন বলে জানান আইনজীবী কাজল। কমিটিতে ঢাকার অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) এবং বিআরটিএর চেয়ারম্যান সদস্য হিসেবে থাকবেন। তাদেরকে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ ছাড়া গণপরিবহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স কোন যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয় এবং সড়কে চলাচলকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে- সে বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে বিআরটিএকে। এই প্রতিবেদনটিও দিতে হবে ১২ আগস্ট।

গত রোববার বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাসের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জাবালে নূর পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম নিহত হন। এ ছাড়া বেশ কয়েক শিক্ষার্থী আহত হন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১