আপডেট : ৩১ July ২০১৮
ক্ষমতাসীন আওয়ামী লীগের সুষ্ঠু নির্বাচনের দাবির বিপরীতে বিরোধীদের ব্যাপক অনিয়ম-কারচুপির অভিযোগের মধ্য দিয়ে তিন সিটি করপোরেশন নির্বাচনে গতকাল সোমবার ভোটগ্রহণ হয়েছে। রাজশাহী, সিলেট ও বরিশাল সিটিতে নির্বাচন বর্জন এবং স্থগিত দাবিও এসেছে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিসহ অন্যান্য দলের মেয়র প্রার্থীদের দিক থেকে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর দিকে তিন সিটির কেন্দ্রে কেন্দ্রে ছিল উৎসবমুখর পরিবেশ। বেলা বাড়ার সঙ্গে বিশৃঙ্খলাসহ বিএনপি ও অন্যান্য দলের প্রার্থীদের অভিযোগ বাড়তে থাকে। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই তারা ভোট বর্জন এবং স্থগিতের দাবি জানান। এর মধ্যে বরিশালে বিএনপিরসহ তিন মেয়র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন, স্থগিত চেয়েছেন জাপা প্রার্থীসহ অন্য দুজন। সিলেটে ভোট বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফ। আর ‘গণতন্ত্রহীনতার’ অভিযোগ এনে ভোট না দিয়ে কেন্দ্রের সামনে অবস্থান নেন রাজশাহীতে বিএনপি প্রার্থী বুলবুল। ভোটের কারচুপি ধরতে গিয়ে বরিশালে বাসদের মেয়র প্রার্থী মনীষা এবং তিন সিটির বিভিন্ন স্থানে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১