আপডেট : ৩১ July ২০১৮
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, ‘জনগণ নিজেদের প্রত্যাশা পূরণের জন্য বিপুল ভোটে আমাকে জয়ী করেছেন। তাদের মনের আশা পূরণের জন্য কাজ করব। তিনি বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত করাসহ নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এক লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট পেয়ে অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন তিনি। লিটনের নিকটতম প্রার্থী বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮ হাজার ৪৯২ ভোট। রাজশাহী সিটি নির্বাচনে মোট কেন্দ্র ১৩৮টি। অনানুষ্ঠানিকভাবে ১৩৮টি কেন্দ্রে ওই ফল পাওয়া যায়। এদিকে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। রাতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রাজশাহীর মানুষকে ধোঁকা দেওয়ার যে আয়োজন, এ আয়োজন আমরা প্রত্যাখ্যান করছি। নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১