আপডেট : ৩০ July ২০১৮
সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে শাকিব খান অভিনীত কলকাতার ‘নেকাব’ চলচ্চিত্রের ট্রেলার। দুই মিনিট ২৭ সেকেন্ডের এই ট্রেলারে শাকিবকে দেখা যায় দ্বৈত চরিত্রে অভিনয় করতে। একটি চরিত্রে শাকিব সাধারণ চেহারায় থাকলেও দ্বিতীয় চেহারা দেখে মনে হয় শাকিব ড্রাকুলা চরিত্রে অভিনয় করেছেন। এর আগে ছবিটির একটি পোস্টার ও একটি গান প্রকাশিত হয়েছিল। এই ছবিতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার দুই নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা ব্যানার্জি। ছবিটি পরিচালনা করেছেন রাজীব বিশ্বাস। আগামী ২৪ আগস্ট কলকাতায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। গত শুক্রবার ঢাকায় মুক্তি পেয়েছে কলকাতার চলচ্চিত্র ‘ভাইজান এলো রে’। এই ছবিতেও শাকিব খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। মুক্তির প্রথম দিন থেকে ছবিটি ব্যবসায়িকভাবে সাফল্য পেয়েছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১