বাংলাদেশের খবর

আপডেট : ৩০ July ২০১৮

রাজশাহীতে ইভিএমে এগিয়ে আওয়ামী লীগ


সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোট হওয়া রাজশাহীর দুই কেন্দ্রে এগিয়ে আছেন আওয়ামী লীগ।

এখন পর্যন্ত কেন্দ্র দুটিতে আওয়ামী লীগ প্রার্থী এইচ খায়রুজ্জামান লিটন প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের চেয়ে ৯৩৫ ভোটে এগিয়ে আছেন।

আজ বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার আধা ঘণ্টার পর এ ফলাফল ঘোষণা করেন রাজশাহী বি বি হিন্দু একাডেমি-পুরাতন ভবন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আসলাম উদ্দীন এবং পশ্চিম ভবন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার।

১০০ নম্বর কেন্দ্রে ( রাজশাহী বি বি হিন্দু একাডেমি-পুরাতন ভবন) নৌকা প্রতীকে লিটন পেয়েছেন ৬৯১ ভোট । ধানের শীষ প্রতীকে বুলবুল পেয়েছেন ২৬৭ ভোট। এই কেন্দ্রের ১৬৩৭ ভোটারের মধ্যে ৯৯১ জন ভোট দিয়েছেন; যা মোট ভোটের ৬০.৫৪ শতাংশ।

১০১ নম্বর কেন্দ্রে (রাজশাহী বি বি হিন্দু একাডেমি-পশ্চিম ভবন) নৌকা প্রতীকে পেয়েছে ৭৩৩ ভোট। আর ধানের শীষ প্রতীক পেয়েছে ২২২ ভোট। এই কেন্দ্রের ১৭৪৬ ভোটারের মধ্যে ৯৭৫ জন ভোট দিয়েছেন; ভোটের হার ৫৫.৮৪ শতাংশ।

রাজশাহীর ১৩৮টি কেন্দ্রে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এই সিটিতে মোট ভোটার ছিলেন ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন।

মেয়র পদে পাঁচজন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৫২ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে মোট ১৬০ জন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১