বাংলাদেশের খবর

আপডেট : ৩০ July ২০১৮

রক্তাক্ত রুনি

ইনজুরি টাইমে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে নাকে আঘাত পান রুনি ছবি : ইন্টারনেট


এক মাস আগেই এভারটন ছেড়ে মেজর সকার লিগের ক্লাব ডিসি ইউনাইটেডে যোগ দেন ওয়েন রুনি। রোববার রাতে কলরাডো রেপিডসের বিপক্ষে খেলা ছিল তার দলের। ২-১ ব্যবধানের জয়ও তুলে নিয়েছে ইউনাইটেড। ৩৩ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন রুনি। এ সময় সতীর্থদের সঙ্গে উল্লাসে ফেটে পড়েন তিনি। এতে জয়ে অবদান রাখলেও ম্যাচশেষে তার সেই উল্লাস থাকেনি।

নির্ধারিত সময়ের খেলা শেষে ইনজুরি টাইমে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে নাকে আঘাত পান রুনি। এতে তার নাক ফেটে যায়। মুখ রক্তাক্ত হয়ে যায়। সাইডলাইনে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। তবে তাতেও কাজ হয়নি। পরে নাকে পাঁচটি সেলাই করতে হয়েছে তাকে।

ডিসি ইউনাইটেডের হয়ে তৃতীয় ম্যাচে এসে প্রথম গোল পেলেন রুনি। নিশানাভেদ করতে পেরে যেমন উচ্ছ্বসিত, তেমন ব্যথিত ৩২ বছরের ফরোয়ার্ড। সোশ্যাল মিডিয়া টুইটারে তিনি লিখেছেন- নতুন ক্লাবের হয়ে প্রথম গোল করতে পেরে আমি আনন্দিত। সেই সঙ্গে কষ্ট, নাক ভেঙে গেছে; পাঁচটি সেলাই লেগেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১