বাংলাদেশের খবর

আপডেট : ৩০ July ২০১৮

রাজধানীতে শিশুসহ ৩ জনের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীতে পৃথক ঘটনায় এক শিশুসহ তিনজনের অস্বাবিক মৃত্যু হয়েছে প্রতীকী ছবি


রাজধানীতে পৃথক ঘটনায় এক শিশুসহ তিনজনের অস্বাবিক মৃত্যু হয়েছে। মিরপুরের চিড়িয়াখানা রোড এলাকায় নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে রিমি আক্তার রিমা (৬) নামে আহত এক শিশু গতকাল রোববার সকালে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে  মারা গেছে। শিশুটির বাবা মো. রিপন জানান, গত শনিবার বিকালে হঠাৎ খেলা করতে গিয়ে নিচে পড়ে যায়।

গতকাল বেলা ১১টার দিকে ডেমরা গলাকাটা ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় মজনু (৩০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। তার বাড়ি ভোলায়, তিনি থাকতেন ডেমরা রসূলবাগ এলাকায়।

রাজধানীর বনানী স্টাফ রোড এলাকায় গতকাল দুপুর ১২টার দিকে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে। ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাঁড়ির এএসআই মো. রবিউল্লাহ জানান, কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১