বাংলাদেশের খবর

আপডেট : ৩০ July ২০১৮

আগামী বর্ষায় ডিএনডিতে জলাবদ্ধতা থাকবে না : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান সংরক্ষিত ছবি


সামান্য বৃষ্টি হলেই ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা তথা ডিএনডি বাঁধের ভেতরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মানুষের দুর্ভোগ বাড়ে। আগামী বছরের বর্ষায় আর জলাবদ্ধতা কিংবা দুর্ভোগ থাকবে না জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, ডিএনডির বাঁধের ভেতরের উন্নয়নে সরকার প্রদত্ত প্রায় ৬০০ কোটি টাকার কাজ করছে সেনাবাহিনী, তারপরও অল্প বৃষ্টি হলেই এখানে জমছে পানি। এ নিয়ে স্থানীয় লাখো জনতা যখন কষ্টে রয়েছে তখন আরো এক বছর অপেক্ষা করতে বলছেন শামীম ওসমান। গতকাল রোববার বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবন ও ভাষাসৈনিক নাগিনা জোহা স্মৃতি পাঠাগার ও বিজ্ঞানাগারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী বর্ষায় ডিএনডি এলাকার এখানে আর পানি জমবে না কথা দিলাম। আমি এ সভামঞ্চে বসে সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছি। জিজ্ঞাসা করেছিলাম আমি আমার জনগণকে কী বলব। আমি তো ঢাকা থেকে পার্লামেন্টে কথা বলে টাকা বরাদ্দ আনলাম।’ নির্বাচন আবার করব কি করব না এটা পরের কথা। আগামীকাল বাঁচি কি না ঠিক নেই। আমি মানুষের সেবা করে যেতে চাই। শুধু আপনাদের দোয়া চাই। আমি কোনো সন্ত্রাসী চাই না, কোনো মাদক ব্যবসায়ীর ছাড় নেই আমার কাছে। আমি এমন নারায়ণগঞ্জ চাই, যেখানে রাতে ভালো না লাগলে দুই বোন নির্ভয়ে সড়কে হাঁটতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি ছিদ্দিকুর রহমান, সদস্য রোমান চৌধুরী সুমন প্রমুখ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১