আপডেট : ৩০ July ২০১৮
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় (নন-সাবমিশন) সোনালী ব্যাংকের তৎকালীন জেনারেল ম্যানেজার (জিএম) ননী গোপাল নাথকে তিন বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ রায় দেন। ননীগোপাল নাথের অনুপস্থিতিতে এ রায় হয়। আসামি বর্তমানে পলাতক থাকায় রায়ের পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গ্রেফতার হওয়ার পরপরই এ রায় কার্যকর হবে। মামলার রেকর্ডপত্র থেকে জানা যায়, ২০১৩ সালের ১ এপ্রিল দুদক ননী গোপাল নাথের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দেয়। নোটিশ প্রাপ্তির পরও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। এ অভিযোগে ২০১৬ সালের ৩১ জানুয়ারি সংস্থার সহকারী পরিচালক মজিবুর রহমান বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মামলা করেন। একই বছর ২০ জুন তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত বছর ২৫ মে ননী গোপাল নাথের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১