আপডেট : ৩০ July ২০১৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুঝতে পেরেছেন তারা বিপদে আছেন। কীভাবে দৌড়াদৌড়ি করছেন। অনেকের বাড়ি পর্যন্ত যাচ্ছেন। তিনি বলেন, আগামী নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তি একই সূত্রে গাঁথা। সুষ্ঠু নির্বাচনকে ভয় পায় বলেই সরকার তাকে এখনো বন্দি রেখেছেন। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি এ দাবি করেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ সভার আয়োজন করে জাতীয়তাবাদী নাগরিক দল। সাবেক এই মন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে স্বৈরাচারী স্বীকৃত বর্তমান অবৈধ সরকার রাষ্ট্রের সব স্তম্ভ ধ্বংস করেছে। তাদের কোনো জবাবদিহিতা নেই। প্রশাসনে দলীয়করণ। ১ লাখ ৪৪ হাজার টন কয়লা চুরি হয়ে গেছে। এসব দেখে জনগণ আওয়ামী লীগকে আর বিশ্বাস করে না। তিন সিটি নির্বাচন প্রহসনের হবে বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি ইঙ্গিত করে ড. মোশাররফ বলেন, তিনি (কাদের) যদি টেলিফোন করেন আমাদের মহাসচিবকে, তাহলে আমাদের মহাসচিব বলবেন আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, সামরিক বাহিনীকে নির্বাচনের সময় আনতে হবে। আয়োজক দলের সভাপতি সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেহেদী হাসান রুমি, মশিউর রহমান, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, জিনাফ সভাপতি লায়ন মিয়া মোহাম্মাদ আনোয়ার প্রমুখ বক্তব্য দেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১