বাংলাদেশের খবর

আপডেট : ৩০ July ২০১৮

বরিশালে ভোট বর্জন বিএনপির

বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরওয়ার সংগৃহীত ছবি


বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম, ভোট কারচুপি ও প্রশানের হস্তক্ষেপের অভিযোগ এনে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরওয়ার।

সোমবার বেলা ১২ টায় বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভোট বয়কটের ঘোষণা দেন তিনি।

এর আগে সকালে সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে অনিয়মের অভিযোগ এনেছিলেন তিনি। তবে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে বলে দাবি করেছিলেন আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

তিনি বলেন, ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা বিভিন্ন কেন্দ্র পাহারা দিচ্ছে। সেখানে বিএনপির নেতা কর্মীদের, এমনকি ভোটারদেরও ঢুকতে দেয়া হচ্ছে না। এক্ষেত্রে আবার ছাত্রলীগ বা যুবলীগকে পুলিশ বাধা দিচ্ছে না।

তিনি আরো বলেন, বেশিরভাগ কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে, হয়রানি করা হচ্ছে। ভোটারদের ঠিকমতো ভোট দিতে দেয়া হচ্ছে না। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ব্যালটে সিল মেরে বাক্স ভরে রাখছে।

প্রসঙ্গত, তিন সিটির মোট মোট ৩৯৫টি কেন্দ্রের ২৫৭টিকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছিল। এরমধ্যে বরিশালের ১২৩টি কেন্দ্রের ১১২টিকেই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১