আপডেট : ৩০ July ২০১৮
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আমি প্রধানমন্ত্রীর বাবা বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছি, মুক্তিযুদ্ধ করেছি, অথচ আজ প্রধানমন্ত্রী আমাদের কোনো মূল্যায়ন করেন না। গতকাল রোববার উল্লাপাড়ায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দলীয় কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেএসডি উল্লাপাড়া শাখার সভাপতি অ্যাডভোকেট আবু ইসহাকের সভাপতিত্বে কর্মিসভায় অন্যদের মধ্যে জেএসডির সহসভাপতি তানিয়া রব, জেলা জেএসডি ও উল্লাপাড়া উপজেলা জেএসডি নেতা ছানোয়ার হোসেন তালুকদার, শাহাদৎ হোসেন, মোহাম্মদ বাদশা, মো. মামুন প্রমুখ বক্তব্য দেন। রব আরো বলেন, দেশ আজ দুর্নীতিতে ছেয়ে গেছে। ক্ষমতাসীন দলের নেতারা অবৈধ পথে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, চলছে লুটপাট। বিএনপি ও আওয়ামী লীগ আমলের দুর্নীতির মধ্যে কোনো তফাত নেই। তিনি বলেন, দেশে এখন হত্যা, খুন, গুম, শিশু ও নারী ধর্ষণ বেড়েই চলেছে। সরকার কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। আর এসব কারণে দেশবাসী চরম শঙ্কিত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১