আপডেট : ৩০ July ২০১৮
স্যামসাং মোবাইলের পার্টনারদেরকে নিয়ে গত ২৫ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল স্যামসাং এক্সেসরিজ লঞ্চিং ও পার্টনার মিট অনুষ্ঠান। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সিয়ংগুন ইয়ন এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সিয়ংগুন ইয়ন বলেন, এখন থেকে বাংলাদেশের বাজারে স্যামসাং স্মাটফোনের অরিজিনাল এক্সেসরিজের পরিবেশক হিসেবে কাজ করবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। অন্যদিকে স্মার্টের ব্যবস্থাপনা পরিচালক বলেন, স্যামসাং মোবাইল এক্সেসরিজের পরিবেশক হিসেবে স্মার্ট নতুন হলেও আমাদের সঙ্গে স্যামসাংয়ের ব্যবসায়িক সম্পর্ক অনেক পুরনো। আমরা আশা করছি, অতীতের মতো এবারো আমরা সফলভাবে সারা দেশে স্যামসাংয়ের অরিজিনাল পণ্যগুলো সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে পারবে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্মার্ট টেকনোলজিসের টেলিকম বিজনেসের পরিচালক সাকিব আরাফাত। তিনি জানান, এখন থেকে স্যামসাংয়ের অরিজিনাল এক্সেসরিজ ৬ মাসের স্মার্ট ওয়ারেন্টিসহ সব স্যামসাং রিটেইল ব্র্যান্ড শপে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১