আপডেট : ৩০ July ২০১৮
                                
                                         হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মসজিদ থেকে সাড়ে ছয় কেজি ওজনের ৫৭টি সোনার বারসহ সিভিল অ্যাভিয়েশনের এক কর্মচারী ও দুই যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজ। গতকাল রোববার সকাল ৯টায় তাদের আটক করা হয়। ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটকরা হলো সিভিল অ্যাভিয়েশন কর্মচারী মো. জামাল উদ্দিন পাটওয়ারী এবং দুই যাত্রী মোহাম্মদ একরামুল হক ও জাহিদুল হক সালমান ভুইয়া। অথেলো চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউজের একটি দল গতকাল রোববার সকাল ৯টায় শাহজালাল বিমানবন্দরের তৃতীয় তলায় লাউঞ্জ এলাকায় অবস্থান নেয়। সে সময় এমিরেটস এয়ারলাইনসে (একে-৫৮২) আসা দুই যাত্রী সোনাসহ তৃতীয় তলার মসজিদে প্রবেশ করে এবং সোনা হস্তান্তরের জন্য নামাজের ভঙ্গিমায় অপেক্ষা করতে থাকে। পরে সিভিল অ্যাভিয়েশন কর্মচারী মো. জামাল উদ্দিন পাটওয়ারী মসজিদে সোনা সংগ্রহের জন্য প্রবেশ করে। এ সময় তিনজনকে আটক করে কাস্টম হলে নিয়ে আসা হয় এবং বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ব্যাগে রাখা সিগারেটের প্যাকেটের মধ্যে লুকানো হলুদ স্কচটেপে মোড়ানো ৫৭টি সোনার বার উদ্ধার করা হয়। যার মোট ওজন ৬ কেজি ৬০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৩২ লাখ টাকা। তিনি জানান, আটক সিভিল অ্যাভিয়েশন কর্মচারী মো. জামাল উদ্দিন পাটওয়ারী ‘ক্লিনিং শিফট ইনচার্জ’ হিসেবে বিমানবন্দরে কর্মরত। নিয়ম অনুযায়ী কর্মরত থাকা অবস্থায় একজন কর্মচারীর কাছে একটি ডি-পাস থাকার কথা থাকলেও তার কাছে দুটি ডি-পাস পাওয়া যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১