বাংলাদেশের খবর

আপডেট : ৩০ July ২০১৮

১০ ন্যানোমিটার প্রসেসর আনবে ইন্টেল

ইন্টেলের যখন ১০ ন্যানোমিটার প্রযুক্তিতে প্রসেসর তৈরিতে সংগ্রাম করছে সংরক্ষিত ছবি


বেশ কয়েকবার ১০ ন্যানোমিটার প্রযুক্তির প্রসেসর আনার ঘোষণা দিলেও তা বাজারে আনতে ব্যর্থ হওয়ার পর এবার চূড়ান্ত সময় জানিয়েছে বিশ্বের বৃহত্তম মাইক্রোপ্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল। আগামী বছরের শেষের দিকে এই প্রসেসর বাজারে আনবে বলেই ঘোষণা দিয়েছে মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠান।

সিএনবিসিতে প্রকাশিত এক খবরে বলা হয়, ১০ ন্যানোমিটার প্রযুক্তি নিয়ে কয়েক বছর ধরে কাজ করলেও এবার তা বাজারে আনার নির্দিষ্ট সময়ের ঘোষণা দিয়েছে ইন্টেল। ২০১৯ সালের নভেম্বর অথবা ডিসেম্বর মাসেই এই প্রসেসর বাজারে আসতে যাচ্ছে। যার মানে হচ্ছে, আগামী বছরের শেষের দিকে যে নেক্সট জেনারেশন পণ্যগুলো আসবে তা এই প্রসেসর ব্যবহার করেই আনা হবে।

সেখানে আরো বলা হয়, ১০ ন্যানোমিটার প্রযুক্তির এই প্রসেসরগুলোকে মানসম্মত করতে দীর্ঘদিন ধরে কাজ করছে প্রতিষ্ঠানটি। কারণ, তাদের লক্ষ্য হচ্ছে কম পাওয়ার করে ভালো কর্মক্ষমতার প্রসেসর নিয়ে আসা। যা এর আগে ২০১৪ সালে উন্মোচিত ১৪ ন্যানোমিটার প্রযুক্তিতেও চেষ্টা করা হয়েছিল।

এদিকে ইন্টেলের যখন ১০ ন্যানোমিটার প্রযুক্তিতে প্রসেসর তৈরিতে সংগ্রাম করছে, ঠিক তখনই পরবর্তী প্রজন্মের প্রসেসর হিসেবে ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে প্রসেসর তৈরির কথা ভাবছে আরেক প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান এএমডি। ইতোমধ্যেই এএমডির তৈরি করা ১২ ন্যানোমিটার প্রযুক্তির প্রসেসর ইন্টেল ১৪ ন্যানোমিটারের প্রযুক্তির প্রসেসরের সমান কর্মক্ষম।

তবে ইন্টেলের তৈরি ১০ ন্যানোমিটারের এই প্রসেসরগুলো শুধু কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহারেই সীমাবদ্ধ থাকবে না। এই প্রসেসর সার্ভারেও ব্যবহার করা হবে বলে জানিয়েছে অ্যাপল ইনসাইডার।

প্রসঙ্গত, প্রসেসরের মধ্যে থাকা ট্রানজিস্টরের আকৃতিকে ন্যানোমিটারে উল্লেখ করা হয়। এটি যত ছোট হবে, প্রসেসরের মধ্যে তত বেশি পরিমাণ ট্রানজিস্টর ব্যবহার করা যাবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১