বাংলাদেশের খবর

আপডেট : ৩০ July ২০১৮

‘বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যাচার করে’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সংরক্ষিত ছবি


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, যেকোনো নির্বাচনে বিএনপির পরাজয়ের সম্ভাবনা থাকলেই তারা সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যাচার করে। আইনশৃঙ্খলা বাহিনী যখন কোনো সন্ত্রাসীকে আটক করছে তখন তো বিএনপি নেতাকর্মীরা তাদের সঙ্গে থাকেন না যে, তারা বলতে পারবেন করপোরেশন এলাকা নাকি করপোরেশনের বাইরে থেকে তাদের আটক করা হয়েছে। এমন মিথ্যাচার করে বিএনপি আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। গতকাল রোববার সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি নির্বাচনের দোহাই দিয়ে দলীয় সন্ত্রাসীদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। যাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ আছে নির্বাচনের দোহাই দিয়ে বিএনপির সেসব সন্ত্রাসীকে আইনের আওতা থেকে মুক্ত রাখা যাবে না। তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে, সেটা নির্বাচনকালীন হোক বা নির্বাচন পরবর্তী সময় হোক।

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, মিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামরুল আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১