আপডেট : ২৯ July ২০১৮
আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো জয় করেছেন এক ভারতীয় কিশোরী। এর আগে ভারতীয় নারীদের মধ্যে সবচেয়ে কম বয়সে মাউন্ট এভারেস্ট জয় করেন ১৭ বছর বয়সী শিবানি পাঠক। খবর আনন্দবাজার পত্রিকা। হরিয়ানার অধিবাসী শিবানী বলেন, আমি সবসময়ই চেয়েছি আলাদা কিছু করে দেখাতে। পর্বতারোহী অরুণিমা সিনহার একটি ভিডিও দেখার পর এ বিষয়ে খোঁজ নেওয়া শুরু করি। এভাবেই পর্বতারোহণের ব্যাপারে আমি আগ্রহী হয়ে উঠি। এ সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল পরিবারের। হিসার শহরে বেড়ে ওঠা এই কিশোরীর প্রতিটি পদক্ষেপেই সমর্থন জুগিয়েছেন তার মা-বাবা। শিবানী আরো বলেন, অভিভাবকদের উচিত সন্তানের ইচ্ছাকে যথাসম্ভব সমর্থন দেওয়া। মেয়েদেরও উচিত অভিভাবকদের বোঝানো যে তারা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। পৃথিবীর প্রতিটি পর্বত জয় করতে চান তিনি। তার পরবর্তী লক্ষ্য ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রাস। সর্বকনিষ্ঠ ভারতীয় নারী হিসেবে এভারেস্ট বিজয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে অভিনন্দন জানিয়ে এই অর্জনকে বিস্ময়কর বলে আখ্যা দিয়েছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১