বাংলাদেশের খবর

আপডেট : ২৯ July ২০১৮

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেলেন যবিপ্রবি, খুবি ও ইবির ১৫ শিক্ষার্থী

শিক্ষার্থীদের পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগৃহীত ছবি


যশোর প্রতিনিধি

কৃতিত্বপূর্ণ ফল করায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রদত্ত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭’ পেলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চার শিক্ষার্থী। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তাদের পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অলিউর রহমান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থী শাম্মি আক্তার, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী নাজিয়া নওসাদ লিনা এবং স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম।

ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, ইউজিসির সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম প্রমুখ বক্তৃতা দেন। উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ।

২০১৭ সালের পরীক্ষার ফলের ভিত্তিতে দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রথম স্থান অধিকারী ১৬৩ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭’ পেয়েছেন। উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের ভালো ফল অর্জনে উৎসাহ প্রদানের জন্য ২০০৫ সালে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রবর্তন করা হয়।

খুলনা ব্যুরো

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছয়জন মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রদত্ত প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭ লাভ করেছেন। গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আনুষ্ঠানিকভাবে এ স্বর্ণপদক পরিয়ে দেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত এই কৃতী শিক্ষার্থীরা হলেন ২০১৭ সালে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিনসমূহের মধ্যে স্নাতক (সম্মান) শ্রেণিতে জিপিএ-৪ এর মধ্যে সর্বোচ্চ ৩.৯৩ অর্জনকারী পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের মো. রাহাত আলী, জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনসমূহের মধ্যে সর্বোচ্চ জিপিএ-৩.৯৫ অর্জনকারী অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের জিনাত সুলতানা, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনসমূহের মধ্যে সর্বোচ্চ জিপিএ-৩.৭৮ অর্জনকারী ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের আসিফ সারোয়ার, কলা ও মানবিক স্কুলের ডিসিপ্লিনসমূহের মধ্যে সর্বোচ্চ জিপিএ-৩.৫৯ অর্জনকারী ইংরেজি ডিসিপ্লিনের তুশমিত মেহেরুবা আঁকা, সমাজ বিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনসমূহের মধ্যে সর্বোচ্চ জিপিএ-৩.৮৫ অর্জনকারী অর্থনীতি ডিসিপ্লিনের তহমিনা ইসলাম এবং চারুকলা ইনস্টিটিউটের ডিসিপ্লিনসমূহের মধ্যে সর্বোচ্চ জিপিএ-৩.৯২ অর্জনকারী ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের শাপলা সিংহ।

ইবি প্রতিনিধি

মেধার স্বীকৃতিস্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭’ অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। গতকাল বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পদক তুলে দেন।

স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ধর্মতত্ত্ব অনুষদভুক্ত আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাকসুদ ইকবাল, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের বুলবুল আহমেদ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এস এম নাহিদুল ইসলাম, আইন শরিয়াহ বিভাগের ওয়াজিদুর রহমান এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের রেজানুর রহমান।

উল্লেখ্য, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬৩ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭ প্রদান করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১