বাংলাদেশের খবর

আপডেট : ২৭ July ২০১৮

মঞ্চে আসছে ‘র‍্যাডক্লিফ লাইন’

‘র‍্যাডক্লিফ লাইন’ নাটকটি বাতিঘরের অষ্টম প্রযোজনা ছবি: সংগৃহীত


মিথ্যা অহ‌মিকা আর ভোগ-দখ‌লের জন্য আ‌দিম যুগ থে‌কে শুরু ক‌রে এখন পর্যন্ত জাতিতে জাতিতে পারস্প‌রিক দ্বন্দ্ব চ‌লে আস‌ছে। এই মিথ্যা অহমিকায় সৃষ্ট পদ্ধতির জাঁতাকলে পিষ্ট হ‌চ্ছে মানবতা আর ব‌লির পাঁঠা হচ্ছে মানুষ নি‌জেই। ‘র‍্যাডক্লিফ লাইন’ নাট‌ক‌টি যেন পদ্ধতির খাঁচায় বন্দি মানুষের ভেত‌রের মান‌বিকতা‌কে একটা বড় ঝাঁ‌কি মে‌রে‌ছে এবং স্পর্শ করেছে হৃদয়কে।

‘র‍্যাডক্লিফ লাইন’ নাটকটি বাতিঘরের অষ্টম প্রযোজনা। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটকটির প্রথম মঞ্চায়ন। পাশাপাশি নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে ২৯ জুলাই।

মঞ্চে নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সাফিন, আহমেদ অশ্রু, স্বরণ বিশ্বাস, শিশির সরকার ও সঞ্জয় হালদার। খালিদ হাসান রুমি ও তাজিম আহমেদ শাওনের মঞ্চ পরিকল্পনায় নাটকটির আলোক নিয়ন্ত্রণে থাকছেন তানজিল আহমেদ। জনি সেন রুবেল ও সাদ্দাম রহমান সঙ্গীতে শব্দ প্রক্ষেপণে থাকবেন অপূর্ব দে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১