আপডেট : ২৭ July ২০১৮
সৈনিক যখন সৈনিকের দায়িত্ব অর্পিত হতো, তখন পাশে নাগরিককে রাখিনি। — জর্জ ওয়াশিংটন আমেরিকান সৈনিক ও প্রথম প্রেসিডেন্ট জন্ম : ১৭৩২—মৃত্যু : ১৭৯৯ সাধারণত যুদ্ধক্ষেত্রে সৈনিকরা জয়ী হয়, আর তাদের জন্য জেনারেলগণ প্রশংসা কুড়ায়। — নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি সৈনিক ও রাজনীতিক জন্ম : ১৭৬৯-মৃত্যু : ১৮২১ প্রভু-দহনের উঁচু শিখর থেকে তার সেরা সৈন্য পান। — চার্লস স্পারজিয়ন ইংরেজ ব্যাপটিস্ট প্রচারক জন্ম : ১৮৩৪—মৃত্যু : ১৮৯২ সত্যিকারের সৈনিক নিজের বিরুদ্ধে কখনো লড়াই করে না। — জি কে চেস্টারটন ইংরেজ লেখক ও দার্শনিক জন্ম : ১৮৭৪—মৃত্যু : ১৯৩৬ আমার মা আমাকে বলেছিলেন, যদি তুমি সৈনিক হতে চাও তুমি জেনারেল হবে; পরিবর্তে আমি চিত্রকর হয়েছিলাম। — পাবলো পিকাসো স্প্যানিশ চিত্রশিল্পী জন্ম : ১৮৮১—মৃত্যু : ১৯৭৩ নিঃসঙ্গ সৈনিকের জন্য বিশ্রামের বিন্দুমাত্র সময় হচ্ছে মহান সহচর। — চে গুয়েভারা আর্জেন্টিনার মার্কসবাদী বিপ্লবী ও লেখক জন্ম : ১৯২৮—মৃত্যু : ১৯৬৭
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১