আপডেট : ২৬ July ২০১৮
সিলেটে ওসমানীনগরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচ জন। আজ বৃহস্পতিবার বেলা ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক নারী ও এক শিশু রয়েছে। তবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। ওসমানীনগর থানার ওসি মো. আলী মাহমুদ জানান, সিলেট শহর থেকে শেরপুরগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি দুমড়ে-মুড়চে যায় আর ট্রাকটি উল্টে যায়। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১