আপডেট : ২৬ July ২০১৮
ঈদুল আযহা উপলক্ষ্যে রেলের অগ্রীম টিকেট বিক্রি আগামী ৮ আগস্ট থেকে শুরু হচ্ছে। ৮, ৯, ১০, ১১ ও ১২ আগস্ট দেওয়া হবে যথাক্রমে ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ আগস্টের টিকেট। এছাড়া, ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে ঈদ উপলক্ষ্যে। বৃহস্পতিবার রেলভবনে সংবাদ সম্মেলন করে ট্রেনের আগাম টিকেট বিক্রির সূচি প্রকাশ করেন রেলমন্ত্রী মুজিবুল হক। মন্ত্রী জানান, আগামী ২২ অগাস্ট ঈদের সম্ভাব্য তারিখ ধরে ট্রেনের আগাম টিকেট বিক্রির এই সূচি ঠিক করা হয়েছে। ৮ থেকে ১২ অগাস্ট ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঈদযাত্রার আগাম টিকেট বিক্রি হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাউন্টারে এই টিকেট পাওয়া যাবে। যেদিন যে তারিখের টিকেট বিক্রি হবে : * ৮ অগাস্ট বিক্রি হবে ১৭ আগস্টের টিকেট * ৯ অগাস্ট বিক্রি হবে ১৮ আগস্টের টিকেট * ১০ অগাস্ট বিক্রি হবে ১৯ আগস্টের টিকেট * ১১ অগাস্ট বিক্রি হবে ২০ আগস্টের টিকেট * ১২ অগাস্ট বিক্রি হবে ২১ আগস্টের টিকেট সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৫ অগাস্ট থেকে বিভিন্ন জেলা থেকে ঢাকা ফেরার আগাম টিকেট বিক্রি করা শুরু হবে। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট থেকে থেকেও বিশেষ ব্যবস্থাপনায় এই টিকেট বিক্রি হবে। ফিরতি টিকেট বিক্রির সূচি : * ১৫ অগাস্ট বিক্রি হবে ২৪ আগস্টের টিকেট * ১৬ অগাস্ট বিক্রি হবে ২৫ আগস্টের টিকেট * ১৭ অগাস্ট বিক্রি হবে ২৬ আগস্টের টিকেট * ১৮ অগাস্ট বিক্রি হবে ২৭ আগস্টের টিকেট * ১৯ অগাস্ট বিক্রি হবে ২৮ আগস্টের টিকেট মন্ত্রী জানান, এবার কোরবানির ঈদের আগে চার দিন সাত জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে বিভিন্ন গন্তব্যে। এছাড়া ঈদের পর আরও ৭দিন এসব বিশেষ ট্রেন চলবে। ঢাকা-দেওয়ানগঞ্জ, চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুটি করে, ঢাকা-রাজশাহী, ঢাকা-দিনাজপুর, ঢাকা-লালমনিরহাট ও ঢাকা-খুলনা রুটে এসব ট্রেন চলবে। এছাড়া ভৈরব-কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে ঈদের দিন চলবে শোলাকিয়া স্পেশাল। এ বছর ঈদ উপলক্ষ্যে ৯ জোড়া বিশেষ ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে আসা যাওয়া করবে বলে জানান মন্ত্রী। এছাড়া ঈদের পাঁচদিন আগে বা ১৮ অগাস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তনগর রুটের সব ট্রেনের ডে-অফ বাতিল করার কথাও সংবাদ সম্মেলনে জানানো হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১