আপডেট : ২৫ July ২০১৮
সূর্যের খুব কাছাকাছি গিয়ে এর রহস্য ভেদ করার জন্য মহাকাশে পাঠানোর একটি যান তৈরি করছে নাসা, যা আগামী আগস্ট মাসে মহাকাশে পাঠানো হবে বলে দাবি করেছে এই মহাকাশ গবেষণা সংস্থা। এ যাবৎকাল পর্যন্ত এটাই হবে মানুষের তৈরি এমন কোনো মহাকাশ যান যা সূর্যের খুব কাছে থেকে প্রদক্ষিণ করবে। আর এর মাধ্যমে এ নক্ষত্র সম্পর্কে অনেক অজানা তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। পার্কার সোলার প্রব নামের এই মহাকাশ যানটি ‘ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স’-এর ‘ডেল্টা-৪ হেভি’ রকেটে পাড়ি দেবে মহাকাশে। সূর্যের মিলিয়ন ডিগ্রির উত্তপ্ত বায়ুমণ্ডল করোনার চারপাশ দিয়ে ২৪ বার প্রদক্ষিণ করবে বলে জানায় নাসা। এই প্রকল্পের বিজ্ঞানী ও জনস হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের সোলার বিজ্ঞানী নিকোলা ফক্স বলেন, ইতোমধ্যেই আমরা তারা নিয়ে অনেক গবেষণা সম্পন্ন করেছি। তাই এবার আমাদের করোনার অনেক কাছে যেতে হবে। তিনি আরো বলেন, আমরা আলাদা আলাদাভাবে প্রতিটি তরঙ্গদৈর্ঘ্যে রাস্তা দেখেছি, যা আপনি কল্পনা করতে পারবেন। আমরা কক্ষপথ অতিক্রম করে বুধ গ্রহেও গিয়েছি। কিন্তু এবার আমাদের সেই কর্ম অঞ্চলে যেতে হবে, যেখানে রহস্যগুলো আসলেই ঘটেছে। নাসার স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানী অ্যালেক্স ইয়ং বলেন, ‘কয়েক দশক ধরেই সূর্য নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছি আমরা। খালি চোখে সূর্যকে যতটা স্থিতিশীল মনে হয়, তারাটি আদৌ তা নয়। এখানে লাগাতার পরিবর্তন হচ্ছে। চলছে জটিল চুম্বকীয় প্রক্রিয়া। সূর্যের বায়ুমণ্ডল প্রতিনিয়ত বাইরের দিকে চুম্বকায়িত উপাদান পাঠায়, যা প্লুটোর কক্ষপথের অনেক বাইরে আমাদের সৌর ব্যবস্থাকে ঘিরে ফেলছে। চুম্বকায়িত শক্তির কয়েল বিস্ফোরিত হয়ে আলো ও কণার বিকিরণ তৈরি করে যা মহাকাশে ঘুরতে থাকে এবং বায়ুমণ্ডল সাময়িক বাধা সৃষ্টি করে, কোনো কোনো সময় পৃথিবীর আশপাশে রেডিও এবং যোগাযোগ সিগনাল বিকৃত করে। স্পেসডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে সূর্যের কাছে গেলেও ভয়ানক উত্তাপ ও বিকিরণের কীভাবে গলে না গিয়ে পার্কার সোলার প্রব টিকে থাকবে সেই প্রশ্নের উত্তরে বলা হয় এই মহাকাশযানটির মধ্যে অত্যাধুনিক প্রযুক্তির হিট শিল্ড ব্যবহার করা হয়েছে। এই শিল্ডের প্রধান ইঞ্জিনিয়ার বেটসি কংডন আরো বলেন, কার্বন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এই যানের সামনের হিট শিল্ড দুই হাজার ৫০০ ডিগ্রি ফারেনহাইট (১৩৭০ ডিগ্রি সেলসিয়াস) এবং পেছনের শিল্ডটি ৬০০ ডিগ্রি ফারেনহাইট (৩১৫ ডিগ্রি সেলসিয়াস) উত্তাপ সহ্য করতে পারবে। এই অভিযানে পার্কার সোলার প্রব থেকে প্রেরিত তথ্য-উপাত্ত, সূর্য এলাকায় কীভাবে তাপ বিকিরণ ঘটে, সৌর বাতাসের গতি-প্রকৃতি জানা এবং অন্যান্য নক্ষত্র সম্পর্কে গবেষণা করতে সহায়তা করবে। সবকিছু ঠিকঠাক থাকলে মার্কিন বিমানবাহিনীর সহায়তায় আগামী ৬ আগস্ট স্থানীয় সময় ভোর ৪টা ৮ মিনিটে সূর্যের উদ্দেশে মহাকাশে পাড়ি দেবে পার্কার সোলার প্রব।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১