আপডেট : ২৫ July ২০১৮
রাশির পূর্বাভাস (বুধবার) মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : পারিবারিক কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। আত্মীয়দের সঙ্গে অভ্যন্তরীণ বিরোধের অবসান হওয়ার যোগ। মায়ের শরীর-স্বাস্থ্য ভালো যাবে না। বৃষ (২১ এপ্রিল-২১ মে) : সাংবাদিক ও সাহিত্যিকদের কাজের ঝামেলা বাড়বে। প্রকাশকরা কোনো আইনি জটিলতায় পড়তে পারেন। ছোট ভাইবোনের সঙ্গে বিরোধ হওয়ার আশঙ্কা। মিথুন (২২ মে-২১ জুন) : আর্থিক দিক থেকে লাভবান হবেন। খুচরা ও পাইকারি ব্যবসা-বাণিজ্যে ভালো আয়ের যোগ রয়েছে। বকেয়া টাকা আদায়ে বাধা-বিপত্তি দেখা দেবে। কর্কট (২২ জুন-২২ জুলাই) : আপনার প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেলেও মানসিক অস্থিরতায় ক্ষতি করতে পারে। কারো সঙ্গে ভুল বোঝাবুঝির আশঙ্কা প্রবল। রোমান্স শুভ নয়। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) : বৈদেশিক প্রতিষ্ঠানে কর্মরতদের ঝামেলা বাড়বে। ট্রাভেল এজেন্টদের আইনগত জটিলতা দেখা দেবে। আমদানি-রফতানি বাণিজ্যে ক্ষতির আশঙ্কা। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : বকেয়া বিল বা টাকা আদায়ের যোগ প্রবল। বন্ধুর সঙ্গে সামান্য বিষয়ে বিরোধ দেখা দেবে। ব্যবসায়িক কাজে অগ্রগতি হবে। বৈদেশিক বাণিজ্যে ভালো আয়ের সুযোগ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : কর্মস্থলে কোনো দায়িত্বপূর্ণ পদপ্রাপ্তি হতে পারে। সুনাম বাড়বে। বাবার সঙ্গে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। ব্যবসা-বাণিজ্যে লাভবান হতে পারেন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : ধর্মীয় কোনো সাধকের দেখা পেতে পারেন। উচ্চশিক্ষা সংক্রান্ত বৃত্তিলাভের যোগ প্রবল। জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : কোনো আত্মীয় বা বন্ধুর মৃত্যু সংবাদ পেতে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। হয়রানি বা গ্রেফতার এড়াতে সতর্ক হতে হবে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : অংশীদারি বা যৌথ ব্যবসায় কিছু লোকসানের আশঙ্কা রয়েছে। জীবনসঙ্গীর মন-মেজাজ ভালো যাবে না। অকারণে দাম্পত্য কলহের শিকার হতে পারেন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : এলার্জির পীড়ায় কষ্ট পেতে পারেন। বেসরকারি চাকরিজীবীরা সহকর্মীদের রহস্যজনক আচরণ থেকে সতর্ক থাকুন। অধীনস্থ কর্মচারীর দ্বারা ক্ষতি হতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : হঠাৎ করে পুরনো প্রেমে কোনো ঝামেলা দেখা দেবে। পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হওয়ার আশঙ্কা। সংসারে কোনো অনৈতিক বিষয় নিয়ে ঝামেলা দেখা দেবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১