বাংলাদেশের খবর

আপডেট : ২৪ July ২০১৮

সিপিবি কার্যালয়ে ওবায়দুল কাদের

আওযামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছবি: সংরক্ষিত


আওযামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে গিয়ে দলটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সিপিবি অফিস থেকে জানা গেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজ সকাল ১১টা ৩০ মিনিটে হঠাৎ পুরানো পল্টনে সিপিবি অফিসে আসেন। এসময় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক শাহ আলম ওবায়দুল কাদেরকে অভ্যর্থনা জানান।

প্রায় ত্রিশ মিনিট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিপিবি অফিসে অবস্থান করেন। এসময় ওবায়দুল কাদেরকে চা বিস্কুট দিয়ে আপ্যায়ন করা হয় ।

সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ওবায়দুল কাদেরের আগমন ছিল অনির্ধারিত। আগে থেকে কিছু জানানো হয়নি। এসেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তিনি চা খেতে এসেছেন।

তিনি বলেন, সিপিবি এটাকে সৌজন্য সাক্ষাৎ হিসাবে দেখছে ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১