বাংলাদেশের খবর

আপডেট : ২৪ July ২০১৮

বরিশালে একমঞ্চে ৫ মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) সংরক্ষিত ছবি


নির্বাচিত হলে সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত এবং নারীবন্ধব নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। গত রোববার এক অনুষ্ঠানে তারা বলেছেন, নগরবাসীকে সঙ্গে নিয়ে ‘নগর কাউন্সিল’ গঠনের মাধ্যমে নাগরিক সেবা প্রদান এবং উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করা হবে। এছাড়া স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টিকে নগরবাসীকে জানানো হবে।

বিসিসি নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীর সমন্বয়ে ‘স্বচ্ছ ও জবাবদিহিমূলক সিটি করপোরেশন গঠনে অঙ্গীকার প্রদান’ বিষয়ক মতবিনিময় সভা আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল। নগরীর অশ্বিনী কুমার হলে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এ মতবিনিময় সভা হয়। সনাক বরিশালের সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ৭ জন মেয়র প্রার্থীর মধ্যে ৫ জন এবং বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। তবে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

মেয়র প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের ওবাইদুর রহমান মাহবুব, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মই প্রতীকের ডা. মণীষা চক্রবর্তী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কাস্তে প্রতীকের আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র হরিণ প্রতীকের বশির আহমেদ ঝুনু উপস্থিত থেকে নিজ নিজ বক্তব্য ও অঙ্গীকার ব্যক্ত করেন।

সনাক বরিশালের সহসভাপতি প্রফেসর শাহ শাজেদা মতবিনিময় সভায় বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রার্থীদের সমর্থক, সচেতন নাগরিক কমিটি ও ইয়েস গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এবং বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মতবিনিময় সভায় অনুপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১