বাংলাদেশের খবর

আপডেট : ২৪ July ২০১৮

অতি ভারি বর্ষণে পাহাড় ধসের শঙ্কা

চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর ছবি: সংগৃহীত


সক্রিয় মৌসুমী বায়ুর কারণে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগের কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়াসহ অতি ভারি বর্ষণ হতে পারে। এতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ মঙ্গলবার অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আজ দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও ভারি ৪৪-৮৮ মিলিমিটার থেকে অতিভারি >৮৯ মিলিমিটার বর্ষণ হতে পারে।

এতে আরো বলা হয়, অতি ভারি বর্ষণের কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১