আপডেট : ২৪ July ২০১৮
কুষ্টিয়ায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও ঢাকায় কোটা পদ্ধতি সংস্কার দাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ রয়েছে। তবে দুই ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ এবং ‘ছাত্রলীগ নামধারী দুর্বৃত্তরা’ ঘটিয়েছে বলে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে একটি চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এক ছাত্রলীগ নেতার করা মানহানির মামলায় জামিন নিতে কুষ্টিয়ায় গিয়ে গত রোববার হামলার শিকার হন মাহমুদুর রহমান। তার সঙ্গীরা এই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে। এ নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কুষ্টিয়ার ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ধরনের ঘটনা মাঝে মাঝে ঘটে, এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেজন্য যারাই জড়িত হোক না কেন, তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।’ আওয়ামী লীগ এ ধরনের হামলা সমর্থন করে না বলেও উল্লেখ করেন তিনি। সেতুমন্ত্রী বলেন, ‘ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে। বিভিন্ন সংবাদপত্র আছে, টেলিভিশন, টকশো আছে, যে যেমন চাইছে বলছেন। এজন্য কারো ওপর শারীরিকভাবে হামলা করতে হবে- এ রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ অতীতেও করেনি, আগামীতেও করবে না।’ সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলন নিয়ে ছাত্রলীগকে ‘বাড়াবাড়ি’ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে ওবায়দুল কাদের জানানোর কয়েক ঘণ্টার মধ্যে গত রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় হামলার শিকার হন কয়েকজন আন্দোলনকারী। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘কোনো মানববন্ধন কিংবা মিছিলে কি হামলা হয়েছে? হয়নি। রাজশাহী-চট্টগ্রামে কি কোনো হামলার ঘটনা ঘটেছে? ঘটেনি। ঢাকায়ও এমন কিছু হয়নি। যেটা হয়েছে রাস্তায়। তারপরও বলব ওই বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করা হবে। কাজ শুরু হয়েছে।’ এ ধরনের ঘটনা নিয়ে তিনি বলেন, ‘কারো নির্দেশনায় এ হামলা হয়নি। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তারা ছাত্রলীগ নামধারী দুর্বৃত্ত। ছাত্রলীগের নাম ব্যবহার করে এ ধরনের অপকর্ম অনেকেই করে। যারা এ ধরনের ঘটনা ঘটায় তারা অনুপ্রবেশকারী।’ রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থীর পথসভায় হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের তদন্তে বিএনপির এক নেতার জড়িত থাকার তথ্য উদ্ঘাটনের কথা বলেন কাদের। একই সঙ্গে তিনি সিলেটে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের জন্য বিএনপিকে দায়ী করেন। তিনি বলেন, ‘এগুলোর দায় বিএনপি কীভাবে স্বীকার করে সেটা দেখার বিষয়। সিলেটে নৌকার প্রতিপক্ষ ধানের শীষ, তাহলে বিএনপি না দিলে কে আগুন দিল? এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলেন তা শোনার অপেক্ষায় আছি।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১