আপডেট : ২৪ July ২০১৮
ফেসবুকের মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন একটি নিরাপত্তা ফিচার। ‘সাসপিসিয়াস লিঙ্ক ডিটেকশন’ নামের নতুন এই ফিচারটি ব্যবহারকারীকে ক্ষতিকর ওয়েবসাইট লিঙ্কের বিষয়ে সতর্ক করবে। ওয়াবেটাইনফো ডটকম নামের একটি ওয়েবসাইট এ ফিচারটির খবর জানিয়েছে। মূলত ওয়েবসাইটটির কনটেন্টের ওপর ভিত্তি করে একটি ওয়েবসাইটকে ক্ষতিকর হিসেবে চিহ্নিত করা হবে। এ ছাড়া লিঙ্কে ক্লিক করার পর ওয়েবসাইটটি অন্য কোনো সাইটে ব্যবহারকারীকে রিডাইরেক্ট করছে কি না সে বিষয়টিও আমলে নেওয়া হবে। পরবর্তী সময়ে কারো ইনবক্সে ক্ষতিকর কোনো ওয়েবসাইটের লিঙ্ক পেলে তাতে ক্লিক করার আগেই ব্যবহারকারীকে ওয়েবসাইটটির বিষয়ে সতর্কবার্তা দেওয়া হবে। বর্তমানে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করা হয়েছে যা শুধু নির্দিষ্ট কিছু ব্যবহারকারী বেটা ২.১৮.২২১ সংস্করণে ব্যবহার করতে পারছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১