আপডেট : ২৪ July ২০১৮
স্মার্টফোনের জন্য বিশ্বের প্রথম ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর তৈরি করেছে সনি। আইএমএক্স৫৮৬ নামের এ সেন্সরটি শিগগিরই স্মার্টফোনে ব্যবহার করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সনি জানিয়েছে, নতুন এ ক্যামেরায় পিক্সেল সাইজ কমিয়ে ০.৮ মাইক্রনে নামিয়ে আনা হয়েছে। এর মাধ্যমে হাই রেজল্যুশন ছবি তোলা সম্ভব হলেও অন্ধকারে তোলা ছবির মান ভালো হবে না। এ সমস্যা সমাধানে ‘কোয়াড বেয়ার’ নামের একটি প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। এ প্রযুক্তিতে চারটি পিক্সেলকে একত্রিত করে একটি পিক্সেলে রূপান্তর করা হবে এবং ১.৬ মাইক্রোমিটারের নতুন পিক্সেল তৈরি হবে যা গুগল পিক্সেল ২ এক্সএল স্মার্টফোনের চেয়েও বেশি। বর্তমানে স্বল্প আলোতে সবচেয়ে ভালো ছবি তোলার রেকর্ড রয়েছে এ স্মার্টফোনটির। কোয়াড বেয়ায় প্রযুক্তি অনেকটা হুয়াওয়ে পি২০ প্রো স্মার্টফোনে ব্যবহূত ‘পিক্সেল ফিউশন’ প্রযুক্তির মতোই। এ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছিল সনির ৪০ মেগাপিক্সেলের আইএমএক্স৬০০ ক্যামেরা সেন্সর। তবে স্বল্প আলোতে চারটি পিক্সেল একত্রিত করে ১০ মেগাপিক্সেলে বেশ ভালো ছবি তোলার সুযোগ রয়েছে স্মার্টফোনটিতে, যা সম্ভব হয়েছে পিক্সেল ফিউশন প্রযুক্তির মাধ্যমে। সাধারণত নতুন ক্যামেরা সেন্সর প্রথমেই নিজস্ব স্মার্টফোনে ব্যবহার করে সনি। এবারো তেমনটিই হতে পারে। এক্সপেরিয়া এক্সজেড লাইনআপের পরবর্তী কোনো স্মার্টফোনে দেখা মিলতে পারে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১