আপডেট : ২৩ July ২০১৮
চট্টগ্রাম চিড়িয়াখানায় রয়েল বেঙ্গল টাইগার ‘রাজ-পরী’ দম্পতির তিনটি বাচ্চা হয়েছে। গত বৃহস্পতিবার চিড়িয়াখানায় তিনটি বাচ্চা জন্ম দেয় এই দম্পতি। ভারপ্রাপ্ত কিউরেটর ও চিকিৎসক শাহাদাত হোসেন শুভ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুপুরে এই বাচ্চা তিনটির জন্ম হয়। তবে মায়ের কাছে থাকায় এখনো তাদের লিঙ্গ নির্ধারণ করা যায়নি।’ ২০১৬ সালের ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয় রাজ ও পরীকে। বর্তমানে বাঘটির বয়স ৩০ মাস ও বাঘিনীটির বয়স ২৮ মাস। প্রায় চার বছর বাঘহীন থাকার পর ২০১৬ সালে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দুটি আনা হয়েছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১