আপডেট : ২৩ July ২০১৮
ক্রেতাদের ক্রয়ক্ষমতা অনুযায়ী দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের প্রিমো জিএফ সেভেন মডেলের ফোরজি ফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। ৫ হাজার ৯৯৯ টাকা মূল্যের স্মার্টফোনটিকে দেশের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফুল-ভিউ ডিসপ্লের ফোরজি ফোন বলছে ওয়ালটন। ওয়ালটন সেল্যুলার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত এই ফোনটি তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায়। বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে ক্রেতারা পাবেন বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেওয়া হবে। এ ছাড়া ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই। ওয়ালটন জানায়, জিএফ সেভেন মডেলে ব্যবহূত হয়েছে ৫.৩৪ ইঞ্চি নিউ জেনারেশন ১৮:৯ রেশিওর ফুল ভিউ আইপিএস ডিসপ্লে। ২.৫ডি কার্ভড গ্লাস সমৃদ্ধ এই ফোনে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে প্রযুক্তি। ফলে স্ট্যান্ডবাই মোডে রেখেই নোটিফিকেশন, সময় কিংবা তারিখ দেখা যাবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ওরিও ৮.১ (গো এডিশন) পরিচালিত ফোনটিতে ব্যবহূত হয়েছে ১.২৫ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, ১ জিবি ডিডিআর৩ র্যাম, মাল্টি৭২০ গ্রাফিক্স প্রসেসর, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ার ব্যাক-আপের জন্য রয়েছে ২ হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি। ফোনটির উভয় পাশে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ৫ মেগাপিক্সেল ক্যামেরা। নরমাল মোড, প্রফেশনাল মোড, নাইট মোড, ডিজিটাল জুমসহ ব্যাক-টাচ ক্যাপচার বিশেষ ফিচার অপশন থাকায় সেলফি বা ছবি তোলা আরো সহজ হবে। ফোরজি সাপোর্টেড ফোনটিতে কানেক্টিভিটির জন্য আছে দুটি সিম, ওয়াইফাই, ব্লুটুথ ভার্সন ৪, ল্যান হটস্পট, ওটিএ ও মাইক্রো ইউএসবি সুবিধা, জিপিএস, এ-জিপিএস নেভিগেশন, প্রোক্সিমিটি, এক্সিলারোমিটার (থ্রিডি), লাইট ইত্যাদি। মাল্টিমিডিয়া ফিচার হিসেবে আছে ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক ও রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও। নীল ও সোনালি এই দুই রঙে ফোনটি দেশের সব ওয়ালটন প্লাজা, ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে মিলছে। -বিজ্ঞপ্তি
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১