আপডেট : ২২ July ২০১৮
ভারত সরকারের আমন্ত্রণে তিন দিনের সফরে দিল্লি গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। আজ রোববার সকাল ১০টায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জেড এয়ারলাইন্সের একটি বিমানে করে দিল্লি যান তিনি। জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক এম.এ. রাজ্জাক খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরশাদের সফর সঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও সাংসদ এবিএম রুহুল আমিন হাওলাদার, দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ জিয়া উদ্দীন আহমেদ বাবলু, সুনীল শুভ রায় ও মেজর (অব.) মো. খালেদ আখতার। আগামী ২৫ জুলাই বিকেল ৪টায় তার দেশে ফেরার কথা রয়েছে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১