বাংলাদেশের খবর

আপডেট : ২২ July ২০১৮

হতবাক আকরাম নিজেও

সাকিবের টেস্ট খেলা প্রসঙ্গে

ক্রিকেটের দীর্ঘ সংস্করণে খেলতে চান না সাকিব আল হাসান সংরক্ষিত ছবি


দেশি-বিদেশি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে খবরটি। ক্রিকেটের দীর্ঘ সংস্করণে খেলতে চান না সাকিব আল হাসান। কিন্তু বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি নাকি বিষয়টা সম্পর্কে কিছুই জানেন না, ‘সেটা কি সে বলেছে নাকি? এ ব্যাপারে আমি কিছুই জানি না।’

আকরাম খান বিষয়টি মানতেই পারছেন না। কারণ টেস্ট অধিনায়ক কেন খেলতে চাইবে না। সেটা মাথায় ঢুকছে না তার, ‘ও তো টেস্ট খেলছে। টেস্ট অধিনায়কই সে।’ নিশ্চিত না হলেও খবরটা শুনে হতবাক করে দিয়েছে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে, ‘শুনে আমার খুব খারাপ লাগছে। কিন্তু এমনটা তো হওয়া উচিত নয়।’

দক্ষিণ আফ্রিকা সফর মিস করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তবে তিন সংস্করণেই সাকিবের মতো দেশের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের দেখতে চান দেশের সাবেক এই তারকা ক্রিকেটার, ‘দক্ষিণ আফ্রিকা সফরে সে যায়নি ঠিকই। কিন্তু সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমাদের ক্রিকেট যে অবস্থায় আছে, আমি মনে করি তিনটা সংস্করণেই সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সেরা দল করতে হলে দরকারি সব খেলোয়াড়দের আমরা খেলাব।’

শিশির পড়ায় টেস্টে দলের পারফরম্যান্স ভালো হয়নি। সঙ্গে নাকি ছিল না ভালো প্রস্তুতি। গণমাধ্যমে এমন অজুহাতই দেখিয়ে ছিলেন দলের বিভিন্ন খেলোয়াড়। কিন্তু এটা মানতে পারছেন না বিসিবির সাবেক এই প্রধান নির্বাচক, ‘খেলোয়াড়রা হয় নির্বাচকদের বলবে। আপনাদের বললে তো সমস্যার সমাধান হবে না। আমাদের বলা উচিত। আমরা আছিই তো প্রতিটি সমস্যার সমাধানের জন্য।’

জিম্বাবুয়ে সিরিজ অক্টোবরে কি না? সিরিজের সময়সূচি নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি আকরাম খান, ‘না, আগের মতোই আছে শিডিউলটা। আমরা আগানোর চেষ্টা করছি।’

মোস্তাফিজুর রহমানের ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে এই মুহূর্তে অপারেশন্স কমিটির কোনো পরিকল্পনা নেই। আকরাম খান জানালেন তাও, ‘সব সময় না। দু’বার হয়েছে। বাইরে খেলেছে তো অনেকগুলো। আর ইনজুরি তো কারো ইচ্ছে করে হয় না। আপ্রাণ চেষ্টা করে খুব ভালো ফিট হলো এবং শ্রীলঙ্কার সঙ্গে চার দিনের ম্যাচও খেলেছে এবং আছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। আমার মনে হয় পুরোপুরি ফিট আছে বিধায় ম্যাচ খেলেছে এবং সে ভালো করবে আশা করি।’

ওয়েস্ট ইন্ডিজে টেস্টের পারফরম্যান্স নিয়ে আকরাম বলেন, ‘এই জন্যই তো আমরা আলোচনা করেছি। যেহেতু প্রত্যাশা অনুযায়ী আমরা ভালো খেলতে পারিনি। এটা মাঝে মধ্যেই হয় কিন্তু এত খারাপ হবে চিন্তাও করিনি। এবং এখান থেকে আমরা কি করে বেরিয়ে আসব কারণ সামনে ওয়ানডে আছে, টি-টোয়েন্টি আছে। সেইগুলো যদি আমরা ভালো খেলতে পারি সেটা নিয়েই আলাপ আলোচনা হচ্ছিল।’

দেশের ক্রিকেটারদের টেস্টের দুর্বলতা নিয়ে আকরাম বলেন, ‘যখনই আপনি খারাপ খেলবেন, নেতিবাচক দিকগুলো তো উঠে আসবেই এবং সত্যি কথা বলতে টেস্টে অনেকটাই নির্ভর করে বোলারদের ওপর। যদিও আমরা প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করিনি। দল হিসেবে আমরা আগের টেস্টগুলো কিন্তু মোটামুটি ভালো খেলেছি। নিউজিল্যান্ড, ভারত তারপর শ্রীলঙ্কায় শততম টেস্ট যেটা খেললাম। সেটায় জিতেছি। তো এখন সময় খারাপ যাচ্ছে। আমরা ওয়ানডেতে মোটামুটি একটা ভালো অবস্থানে আছি। আমাদের টেস্ট ও টি-টোয়েন্টিতে আরো উন্নতি করতে হবে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১