আপডেট : ২১ July ২০১৮
সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় ঝড়ের কবলে পড়ে একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলার ডুবির পর ১৭ জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। আজ শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল মাঝি জানিয়েছেন, এফবি তরিকুল ১ নামের ট্রলারটি ডুবে যাওয়ার পর ভাসমান অবস্থায় থাকা ১৭ জেলেকে পাথরঘাটার নান্না মাঝির একটি ট্রলার উদ্ধার করে পাথরঘাটা বন্দরে নিয়ে এসেছে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানিয়েছেন, উদ্ধার হওয়া জেলেদের পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১