আপডেট : ২০ July ২০১৮
ভিন গ্রহ থেকে আসা ফুটবলার কে? উত্তরে অবশ্যই লিওনেল মেসির নামই আগে বলবেন। এটাই স্বাভাবিক। খেতাবটা যে এই আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে বেশি মানায়। যদিও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো আরো অনেকে এলিয়েন হিসেবে পরিচিত। তবে এবার বিশ্বকাপ শেষে দেখা মিলল তরুণ এক এলিয়েনের। তিনি আর কেউ নন মেগাস্টার কিলিয়ান এমবাপে। প্রিয় সতীর্থকে তকমাটা দিয়েছেন ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে। এমবাপের প্রশংসায় ভাসিয়ে রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের এ ফুটবলার বলেন, ‘আমি বেশ কয়েকজন এলিয়েনকে চিনি। আমার মতে, এবারই প্রথম তরুণ এক এলিয়েনের দেখা পেলাম। স্বাভাবিকভাবে ২৫ থেকে ৩০ বছরের ভিন গ্রহের ফুটবলারদের সঙ্গে দেখা করেছি। এবার বিশ্বকাপে ২০ বছরের নিচের একজন এলিয়েনের সঙ্গে দেখাল হলো আমার।’ বিশ্বকাপের সেরা তরুণ ফুটবলার বনে গেছেন এমবাপে। পেয়েছেন চার গোল। লুঝনিকির ফাইনালে করেছেন এক গোল। ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে ২০ বছর পর ফ্রান্সকে এনে দিয়েছেন বিশ্ব ফুটবলের দ্বিতীয় সোনার ট্রফি। বিশ্বকাপে বল পায়ে কিলিয়ান এমবাপের কারিকুরি আর ক্ষিপ্রগতির প্রশংসায় মেতেছে পুরো ফুটবল দুনিয়া। তার স্তুতি গাইছেন ফুটবলপ্রেমীরা। ১৯ বছর বয়সী বিশ্বকাপ জয়ী প্যারিস সেন্ট জার্মেইয়ের এই তরুণ তুর্কির জয়গান চলছে তার জাতীয় দলেও। তাই তো ভারানে মজা করে বলেন, এমবাপে ভিন কোনো গ্রহ থেকে এসেছে। সে এমন এক পৃথিবীতে থাকে যেখানে সব কিছুই দ্রুতগতিতে চলে, ‘এমবাপের সঙ্গে সব কিছুই দ্রুত চলে। ম্যাচের আগে কৌশল নিয়ে যখন তার সঙ্গে কথা বলতাম, আমি আমার কথা শেষ করতে পারতাম না। তার আগেই সে বুঝে ফেলত। ধারণা করেই বলতে পারত আমি কী বলতে যাচ্ছি।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১