বাংলাদেশের খবর

আপডেট : ২০ July ২০১৮

কাতারেও ড্র জাতীয় দলের


ভুটান বিপর্যয় যেন এখনো কাটিয়ে উঠতে পারছে না জাতীয় ফুটবল দল। দুই বছর আগে থিম্পুতে স্বাগতিকদের কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর আর মাথা উঁচু করে দাঁড়াতে পারেননি মামুনুল-শাহেদরা। দীর্ঘ ১৬ মাস পর চলতি বছরের ২৭ মার্চ লাওসের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল লাল-সবুজরা। ওই ম্যাচে ২-২ গোলে ড্র করে বাংলাদেশ। লাওসের পর ফের কাতারের দ্বিতীয় সারির দল মিসাইমির ক্লাবের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ড্র করেছে র‌্যাঙ্কিংয়ের ১৯৪তম স্থানে থাকা লাল-সবুজ জার্সিধারীরা। বুধবার রাতে কাতারের মাটিতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। স্বাগতিকদের হয়ে আল হাবিব ম্যাচের ২৬ মিনিটে দলকে এগিয়ে নেন। ম্যাচ শেষ হওয়ার ৯ মিনিট আগে বাংলাদেশ দলের শাখাওয়াত রনি গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন। এ ম্যাচে বাংলাদেশ দল প্রথমার্ধে তিনটি এবং দ্বিতীয়ার্ধে চারটি গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। তবুও দলের ফিটনেস নিয়ে বেশ সন্তুষ্ট নতুন কোচ জেমি ডে। তবে গোল মিসের মহড়ায় কিছুটা হতাশ ব্রিটিশ এ কোচ। কাতার থেকে ফিরে ফুটবলারদের ট্যাকটিসের ওপর জোর দেবেন তিনি।

আসন্ন এশিয়ান গেমস ও সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে গত ৭ জুলাই জেমি ডে’র তত্ত্বাবধানে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে যান মামুনুল-জাহিদ-শাহেদরা। দুই সপ্তাহের অনুশীলনে ফুটবলারদের ফিটনেসের ওপর জোর দেন ব্রিটিশ এ কোচ। আসন্ন এশিয়ান গেমস এবং সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে কাতারের মাটিতে এ ক্যাম্পের আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুই সপ্তাহের এ অনুশীলন শেষে আজ ঢাকায় ফিরছেন মামুনুল-আশরাফুল রানারা। আগামী মাসেই ইন্দোনেশিয়ায় শুরু হবে এশিয়ান গেমস। পরের মাসেই ঘরের মাটিতে রয়েছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত ‘সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ’। আসন্ন এ দুটি আসরকে সামনে রেখেই জাতীয় দলের দীর্ঘমেয়াদি অনুশীলন ক্যাম্প শুরু করে বাফুফে। গত ফেব্রুয়ারিতে অ্যান্ড্রু অর্ড বিকেএসপিতে ক্যাম্প শুরু করেছিলেন। মার্চে দল নিয়ে লাওসের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে যান অর্ড। কিন্তু ম্যাচটিতে জয়ের দেখা পায়নি লাল-সবুজরা। ২-২ গোলে ড্র করেছিল। সেই ক্ষোভে জাতীয় দলের হেড কোচের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে দেশে ফিরে যান অর্ড। এরপর আবারো কোচশূন্য হয়ে পড়ে জাতীয় দল। উপায় না পেয়ে স্থানীয় কোচ মাহবুব হোসেন রক্সির অধীনে গত মে মাস থেকে বিকেএসপিতে ক্যাম্প শুরু করতে হয় জাতীয় দলকে। পবিত্র ঈদুল আজহার পর ঢাকায় এসে দলের দায়িত্ব বুঝে নেন জেমি ডে।

ঢাকায় মাত্র দুই সপ্তাহ অনুশীলনের সুযোগ পান ব্রিটিশ এ কোচ। গত ৭ জুলাই ২৮ সদস্যের দল নিয়ে কন্ডিশনিং ক্যাম্প করতে কাতার চলে যান জেমি ডে। মামুনুলরা সেখানে কঠোর অনুশীলন এবং ফিটনেসের উন্নতিতে কাজ করেন। শিষ্যদের ফিটনেসেও দারুণ সন্তুষ্ট নতুন এ কোচ। গতকাল আলাপকালে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘জাতীয় দল কাতারে ফিটনেসের ওপর ট্রেনিং নিয়েছে। ফুটবলারদের ফিটনেস লেভেল এখন বেশ উন্নতির দিকে। আজ দল ঢাকায় ফিরে আসার পর একদিন বিশ্রামের সুযোগ পাবে। এরপর দল উড়াল দেবে কোরিয়ায়। সেখানেও প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল। এরপর দেশে ফিরে এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে ইন্দোনেশিয়ায় চলে যাবে লাল-সবুজরা। আমাদের লক্ষ্য এখন দুটি টুর্নামেন্ট। প্রথমত এশিয়ান গেমস, দ্বিতীয়ত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। আশা করি দুটি আসরেই দল ভালো করবে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১